করোনা পরিস্থিতির জেরে আসন্ন কালীপুজো থেকে ছটপুজো পর্যন্ত বাজি পোড়ানো ও বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে মহামান্য কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশের পরই বাজি বিক্রির বিরুদ্ধে অভিযানের নামে পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও ভাতার থানার পুলিশ ।
গোপন সূত্রে খবর পেয়ে ভাতার থানার পুলিশ গতকাল রাতে ভাতারের খেরুর গ্রামে এক মুদিখানা দোকানে হানা দেয়। সেখান থেকে ১৩কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে। এবং ওই মুদিখানার দোকান মালিক কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃত দোকান মালিকের নাম কল্যান বসু। বাড়ি ভাতারের খেরুর গ্রামে। আসন্ন কালীপূজো উপলক্ষে শব্দবাজি বিক্রির জন্য মজুত করা হয়েছিল।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিয়ে চকলেট বোম সহ বিভিন্ন ধরনের বাজি মিলিয়ে ১৩ কেজি বাজি উদ্ধার করেছে। এদিন ধৃত ব্যক্তিকে বিচার বিভাগীয় তদন্তের জন্য আদালতে পাঠায়।
নিষিদ্ধ বাজির বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে জানিয়েছেন ভাতার থানার পুলিশ প্রশাসন।