Home কত টাকা কত টাকা দামের লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙান নীতা?

কত টাকা দামের লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙান নীতা?

তাঁর জীবনযাপন, পরিচর্যা স্বাভাবিক ভাবেই সাধারণের থেকে একেবারে আলাদা। নীতার বয়স ৫০ পেরিয়েছে অনেক দিন হল। কিন্তু বয়সের ভারে নিজেকে নুইয়ে যেতে দেননি। বরং অনেকের চেয়ে বেশি ফিট। শৌখিনীও বটে। তাঁর সাজগোজ বরাবরই নজর কাড়ে সকলের। পারিবারিক অনুষ্ঠানে জমকালো শাড়িতে হোক কিংবা বিদেশে ঘুরতে গিয়ে শার্ট-ট্রাউজ়ার— সবেতেই সমান আকর্ষণীয় তিনি।মেয়ে ইশা অম্বানীর কোল আলো করে এসেছে যমজ সন্তান। ফলে ‘অ্যান্টিলিয়া’র আনাচেকানাচে এখন খুশির আমেজ। দিদা হয়ে গেলেও নীতাকে দেখে তা বোঝার উপায় নেই। দেশের অন্যতম ধনকুবেরের ঘরনি তিনি।শোনা যায়, নীতা নাকি বিশ্বের সবচেয়ে দামি জল খান। ৭৫০ মিলিলিটার জলের বোতলের দাম প্রায় ৬০ হাজার ডলার।

ভারতীয় মুদ্রায় যা ৪৪ লক্ষ টাকারও বেশি। শেষ নয় এখানেই। বিলাসিতার ছোঁয়া রয়েছে তাঁর জীবনের প্রতিটি পরতে পরতে। তিনি যে কাপে চুমুক দেন, তার দাম নাকি প্রায় তিন লক্ষ টাকা। শুধু কি তাই? কুমীরের চামড়া দিয়ে তৈরি নীতার ব্যবহার করা ২ কোটি ৬ লক্ষ টাকা দামের ব্যাগ নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল। ২০১৭ সালে ওই ব্যাগটি ব্রিটেনে ‘ক্রিস্টিজ’-এ নিলামে উঠেছিল। তালিকা এখানেই শেষ নয়।

নামীদামি সংস্থা থেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে কেনা জুতোও ব্যবহার করেন তিনি।অনেকে বলেন, এই লিপস্টিকগুলির দামে নাকি গোটা একটা ফ্ল্যাট কেনা যায়। মুম্বইয়ের বাজারচলতি কোনও প্রসাধনী তিনি ব্যবহার করেন না। নীতার ব্যবহৃত সব প্রসাধন সামগ্রী আসে বিদেশ থেকে। বিশ্বের সবচেয়ে দামি লিপস্টিক ব্যবহার করেন বলেও শোনা যায়। তাঁর লিপস্টিকের সংগ্রহে আছে বিদেশের নামী সংস্থার তৈরি সব লিপস্টিক। নীতা যে লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙান তার দাম নাকি ৪০ লক্ষ টাকা!

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments