Home lpg-gas-cylinder অ্যাড্রেস প্রুফ ছাড়াই মিলবে গ্যাস সিলিন্ডার

অ্যাড্রেস প্রুফ ছাড়াই মিলবে গ্যাস সিলিন্ডার

এসিএন লাইফ নিউজ ডেক্স, ২৫ জুলাই : এখন অ্যাড্রেস প্রুফ না দেখালেও মিলবে রান্নার গ্যাস । দেশের সরকারি তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (IOCL) তরফে জানানো হয়েছে গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য এবার থেকে ঠিকানার প্রমান পত্র দেওয়া বাধ্যতামূলক নয় ৷ যদিও বেশ কিছুদিন আগে পর্যন্ত নিয়মটা ছিল পুরো উল্টো । ঠিকানার প্রমান পত্র ছাড়া মিলত না গ্যাস সিলিন্ডার ।

 

 

 

গ্রাহকরা তাদের এলাকায় ইন্ডেন গ্যাস ডিস্ট্রিবিউটারে গিয়ে ৫ কিলোগ্রামের গ্যাস সিলিন্ডার নিতে পারবেন ৷ এর জন্য কোনও ডকুমেন্ট জমা দিতে হবে না ৷ সিলিন্ডারের দাম দিতে হবে ৷ ইন্ডেনের ৫ কিলোর সিলিন্ডার ইন্ডেনের সেলিং পয়েন্ট থেকে ভর্তি করা যাবে ৷

 

 

 

আপনি কোনও শহর ছেড়ে গেলে ইন্ডেন সেলিং পয়েন্টে সিলিন্ডার ফেরত দিতে পারবেন ৷ ৫ বছরের মধ্যে ফেরত দিলে সিলিন্ডারের দামের ৫০ শতাংশ ফেরত দেওয়া হবে ৷ ৫ বছর পর ফেরত দিলে ১০০ টাকা পাবেন ৷

 

 

 

এজেন্সি থেকে কেনার পাশাপাশি রিফিলের জন্য বুকিং করতে পারবেন ৷ বুকিং করতে গেলে 8454955555 নম্বরে মিসড কল দিয়ে ছোট সিলিন্ডার বুকিং করতে পারবেন ৷ হোয়াটসঅ্যাপের মাধ্যমেও গ্যাস বুকিং করা যাবে ৷ রিফিল টাইপ করে 7588888824 নম্বরে মেসেজ করতে হবে ৷ 7718955555 নম্বরে ফোন করেও গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন ৷

 

 

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments