Home lpg-gas-cylinder অ্যাড্রেস প্রুফ ছাড়াই মিলবে গ্যাস সিলিন্ডার

অ্যাড্রেস প্রুফ ছাড়াই মিলবে গ্যাস সিলিন্ডার

এসিএন লাইফ নিউজ ডেক্স, ২৫ জুলাই : এখন অ্যাড্রেস প্রুফ না দেখালেও মিলবে রান্নার গ্যাস । দেশের সরকারি তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (IOCL) তরফে জানানো হয়েছে গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য এবার থেকে ঠিকানার প্রমান পত্র দেওয়া বাধ্যতামূলক নয় ৷ যদিও বেশ কিছুদিন আগে পর্যন্ত নিয়মটা ছিল পুরো উল্টো । ঠিকানার প্রমান পত্র ছাড়া মিলত না গ্যাস সিলিন্ডার ।

 

 

 

গ্রাহকরা তাদের এলাকায় ইন্ডেন গ্যাস ডিস্ট্রিবিউটারে গিয়ে ৫ কিলোগ্রামের গ্যাস সিলিন্ডার নিতে পারবেন ৷ এর জন্য কোনও ডকুমেন্ট জমা দিতে হবে না ৷ সিলিন্ডারের দাম দিতে হবে ৷ ইন্ডেনের ৫ কিলোর সিলিন্ডার ইন্ডেনের সেলিং পয়েন্ট থেকে ভর্তি করা যাবে ৷

 

 

 

আপনি কোনও শহর ছেড়ে গেলে ইন্ডেন সেলিং পয়েন্টে সিলিন্ডার ফেরত দিতে পারবেন ৷ ৫ বছরের মধ্যে ফেরত দিলে সিলিন্ডারের দামের ৫০ শতাংশ ফেরত দেওয়া হবে ৷ ৫ বছর পর ফেরত দিলে ১০০ টাকা পাবেন ৷

 

 

 

এজেন্সি থেকে কেনার পাশাপাশি রিফিলের জন্য বুকিং করতে পারবেন ৷ বুকিং করতে গেলে 8454955555 নম্বরে মিসড কল দিয়ে ছোট সিলিন্ডার বুকিং করতে পারবেন ৷ হোয়াটসঅ্যাপের মাধ্যমেও গ্যাস বুকিং করা যাবে ৷ রিফিল টাইপ করে 7588888824 নম্বরে মেসেজ করতে হবে ৷ 7718955555 নম্বরে ফোন করেও গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন ৷

 

 

Most Popular

ক্রেশে ঢুকে ২২ শিশু-সহ ৩৪ জনকে গুলি করে খুন

সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, নিহতদের মধ্যে ২২ জনই শিশু। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, থাইল্যান্ডের উত্তরপূর্ব প্রদশে একটি ক্রেশে হামলা চালানো হয়েছে।আবার গণহত্যার সাক্ষী...

পুজোর মধ্যে গরু সামলাতে গিয়ে নাকাল পুলিশ

পুজোর মধ্যে সেই গরু-মোষ রাখতে গিয়েই নাজেহাল জেলা পুলিশ।গত কয়েক সপ্তাহে জেলায় শ’তিনেক গরু-মোষ ধরেছে রামপুরহাট ও সিউড়ি থানা। অভিযোগ, বিহার-ঝাড়খণ্ড হয়ে সেই গবাদি...

দুর্গা প্রতিমা বিসর্জন করতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির

দুর্গা প্রতিমা বিসর্জন করতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খণ্ডঘোষ থানার অন্তর্গত কেলেটি...

উদ্ধার বিশালাকার কোবরা

বিশালাকার কোবরা উদ্ধারে চাঞ্চল্য। বাঁকুড়ার ওন্দা থানার ছিনপুর এলাকায় সাত সকালেই প্রায় ৬ ফুট আকারের কোবরা উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে অমিয় পাত্র...

Recent Comments