Home এই দেশে ঘুরতে যাওয়ার জন্য খরচের চিন্তা নেই। এই দেশে বেড়াতে গেলে সরকারই টাকার...

ঘুরতে যাওয়ার জন্য খরচের চিন্তা নেই। এই দেশে বেড়াতে গেলে সরকারই টাকার জোগান দেবে। কোন দেশ সেটি?

সামান্য রাজ্যের মধ্যে কোথাও গেলেই অনায়সে পকেট থেকে নয় নয় করে অন্তত 5 হাজার তো খসেই যায়। তাই তো শুধুমাত্র খরচের জন্যই অনেক জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছে মনেই সুপ্ত থেকে যায়। কিন্তু যদি কোনও জায়গায় বেড়াতে যাওয়ার জন্য আপনাকে বেশ থোক টাকা দেওয়া হত? ভাবছেন এও আবার হয় নাকি! রসিকতা নয়, পর্যটকদের সেই নির্দিষ্ট জায়গায় ঘুরতে যাওয়ার জন্য টাকা দিচ্ছে সেদেশের সরকার।সম্প্রতি এমন সুযোগ নিয়ে এসেছে তাইওয়ান। পর্যটকদের অন্যান্য সুযোগ-সুবিধার সঙ্গে টাকা দেওয়ারও ব্যবস্থা করেছে তাইওয়ান। তবেএকটু আধটু নয়, সেদেশে বেড়াতে গেলে বেশ ভালো অঙ্কের টাকা পাবেন পর্যটকরা।

কিন্তু কেনই বা হঠাৎ টাকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে তাইওয়ান? আসলে সারা বিশ্বের পর্যটনেই কোভিড-19-এর প্রভাব পড়েছে। এমনকী মারণ ভাইরাসকে অনেকাংশে প্রতিহত করতে পারলেও অনেক জায়গাতেই এখনও সেই প্রভাব রয়েছে। আর কোভিডে অনেকটাই ক্ষতির মুখে পড়েছে তাইওয়ানের পর্যটনও। এদিকে তাইওয়ানের অর্থনীতির বড়সড় অংশ সেদেশের পর্যটনের উপর নির্ভর করে আছে। ফলে করোনা পূর্ববর্তী সময়ের মতো পর্যটনকে ফিরিয়ে আনার জন্য এমন অভিনব উদ্যোগ নিয়েছে তাইওয়ান।

এককথায় পর্যটকদের উৎসাহ দিতেই এমন ঘোষণা তাইওয়ান সরকারের।তাইওয়ান সরকারের তরফে জানানো হয়েছে যে খরচের জন্য 5 লাখ পর্যটককে 5 হাজার তাইওয়ান ডলার দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যার মূল্য 13,600 টাকা। যা সেই সেদেশে থাকা, খাওয়া-দাওয়ার সহ যাবতীয় ঘোরার জন্য খরচ করা যাবে। কোনও ব্যক্তি বিশেষ কিংবা পর্যটন দলকে সরাসরি অনলাইনের মাধ্যমে তাইওয়ান সরকারের তরফে নির্দিষ্ট টাকা দেওয়া হবে। আবার শুধু পর্যটনের জন্য নয়, পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে কর্মসংস্থানের জন্যও এমন সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ান সরকার।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments