Home আজকের খবর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন

নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন

লাগাতার বৃষ্টির ফলে জল বেড়েছে উত্তরবঙ্গের নদীগুলিতে। জল বাড়তে শুরু করেছে উত্তর মালদহের মহানন্দা নদীতেও। নদীর জল বেড়ে যাওয়ার ফলে শুরু হয়েছে ভাঙ্গন। গঙ্গা ও ফুলহার নদীর পর এবার মহানন্দা নদীর ভাঙ্গনে আতঙ্ক দেখা দিয়েছে উত্তর মালদহের বাসিন্দাদের মনে।

মালদহের চাঁচল২নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের যদুপুর গ্রাম। ওই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে মহানন্দা নদী।আর এই মহানন্দা নদী গত কয়েকদিন বৃষ্টির ফলে ভয়ানক আকার ধারণ করেছে। কিছু জমি নদীতে তলিয়ে যাওয়ার ফলে চিন্তার ভাঁজ ফেলেছে কয়েকশো। কিছু জমির পাশাপাশি এখন ভাঙ্গন শুরু হয়েছে গ্রামের দিকে।গ্রাম থেকে মাত্র ২৫ মিটার দূরেই ভাঙ্গনের তাণ্ডবলীলা দেখাচ্ছে মহানন্দা।

নদী ভাঙন এলাকা পরিদর্শন ( মালদা )

নদী ভাঙন এলাকা পরিদর্শন ( মালদা )

Gepostet von ACN Life News am Sonntag, 27. September 2020

নদীর জল বাড়ার ফলে যদুপুর এর উত্তর পাড়া এলাকায় দেখা দিয়েছে নদীর পাড় ভাঙ্গন। ভাঙ্গনের ফলে ইতিমধ্যে নদী তীরবর্তী পারে ভাঙ্গনের ফলে ওই এলাকার কয়েকশো বিঘা কৃষিজমি গ্রাস করেছে।
ইতিমধ্যে প্রায় ২০০ মিটারের বেশি নদী পাড়ের ভাঙ্গন দেখা দিয়েছে। গৃহহীন হওয়ার আতঙ্কে প্রহর গুনছেন নদী তীরবর্তী এলাকার কয়েক হাজার বাসিন্দারা।

ভাঙ্গন এলাকা পরিদর্শনে ঘটনাস্থলে যান মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সি। ভাঙ্গন পরিস্থিতি নিয়ে তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেন । জেলাশাসক এর সাথে কথা বলে ভাঙ্গন রোধ করা যায়।

Most Popular

বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত বিমান উড়ল ওয়াশিংটনের আকাশে

অ্যাভিয়েশন এয়ারক্রাফ্ট নামে ইজ়রায়েলের এক বিমান সংস্থার পরিশ্রমের ফসল এই বিমানটি। প্রথম উড়ানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫০০ ফুট উপরে ওঠেছিল এটি। সংস্থার প্রেসিডেন্ট তথা সিইও...

রণবীর-দীপিকার ঘর ভাঙছে?

তাঁদের বিয়ে হয়েছে চার বছর হতে চলল। বলিউডে যে সব সুখী দম্পতি রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম এই জুটি। তবে ইদানীং না কি, তাঁদের সম্পর্কে...

হৃতিক-সইফ বনাম আবীর, দেব, পরম কোন ছবি এগিয়ে, কী বলছেন হল মালিকেরা

প্রতিটি ছবিতেই আছে ইন্ডাস্ট্রির বড় নাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে। তবে কি এই পুজোয় হৃতিক-সইফের সঙ্গে টক্কর...

তরুণীর কাছ থেকে প্রথম বারের খাবারের দাম চাইলেন যুবক দ্বিতীয় বার ডেটে যেতে নারাজ তাই

এলিজা নামক ওই তরুণ পেশায় বিমা সংস্থার কর্মী। এক ডেটিং অ্যাপের মাধ্যমে লুসি নামক ওই তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয়। বেশ কিছু দিন কথা...

Recent Comments