Home আজকের খবর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন

নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন

লাগাতার বৃষ্টির ফলে জল বেড়েছে উত্তরবঙ্গের নদীগুলিতে। জল বাড়তে শুরু করেছে উত্তর মালদহের মহানন্দা নদীতেও। নদীর জল বেড়ে যাওয়ার ফলে শুরু হয়েছে ভাঙ্গন। গঙ্গা ও ফুলহার নদীর পর এবার মহানন্দা নদীর ভাঙ্গনে আতঙ্ক দেখা দিয়েছে উত্তর মালদহের বাসিন্দাদের মনে।

মালদহের চাঁচল২নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের যদুপুর গ্রাম। ওই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে মহানন্দা নদী।আর এই মহানন্দা নদী গত কয়েকদিন বৃষ্টির ফলে ভয়ানক আকার ধারণ করেছে। কিছু জমি নদীতে তলিয়ে যাওয়ার ফলে চিন্তার ভাঁজ ফেলেছে কয়েকশো। কিছু জমির পাশাপাশি এখন ভাঙ্গন শুরু হয়েছে গ্রামের দিকে।গ্রাম থেকে মাত্র ২৫ মিটার দূরেই ভাঙ্গনের তাণ্ডবলীলা দেখাচ্ছে মহানন্দা।

নদী ভাঙন এলাকা পরিদর্শন ( মালদা )

নদী ভাঙন এলাকা পরিদর্শন ( মালদা )

Gepostet von ACN Life News am Sonntag, 27. September 2020

নদীর জল বাড়ার ফলে যদুপুর এর উত্তর পাড়া এলাকায় দেখা দিয়েছে নদীর পাড় ভাঙ্গন। ভাঙ্গনের ফলে ইতিমধ্যে নদী তীরবর্তী পারে ভাঙ্গনের ফলে ওই এলাকার কয়েকশো বিঘা কৃষিজমি গ্রাস করেছে।
ইতিমধ্যে প্রায় ২০০ মিটারের বেশি নদী পাড়ের ভাঙ্গন দেখা দিয়েছে। গৃহহীন হওয়ার আতঙ্কে প্রহর গুনছেন নদী তীরবর্তী এলাকার কয়েক হাজার বাসিন্দারা।

ভাঙ্গন এলাকা পরিদর্শনে ঘটনাস্থলে যান মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সি। ভাঙ্গন পরিস্থিতি নিয়ে তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেন । জেলাশাসক এর সাথে কথা বলে ভাঙ্গন রোধ করা যায়।

Most Popular

বিয়ের আগে কিয়ারাকে নিয়ে এ কী বললেন সিড ?

সিড-কিয়ারার প্রেমের গুঞ্জন বহু দিন ধরেই চলছিল বলিউডে৷ কিন্তু কেউই কখনও প্রকাশ্যে এ বিষয়ে মুখ খোলেননি৷ অবশেষে বাজল সানাই৷ আগামী সোমবার, ৬ ফেব্রুয়ারি জয়সলমেরে...

বইমেলায় নিজের লেখা জেরক্স করে বিক্রি করছেন মাত্র 5 টাকায়।

মুঠোফোনের পাতায় যতই আমরা প্রতিভাবান শিল্পীদের পরিচয় পাই না কেন, এমন অনেক ঘটনা থেকে থাকে যা আমাদের বাস্তব জীবনে সামনে থেকে উপলব্ধি করতে হয়।বর্তমানে...

দেওয়াল খুঁড়তেই বেরিয়ে এল ৪৭ লক্ষ টাকা, কি করলেন সেই টাকা দিয়ে?

একটি পুরনো বাড়ি ভাঙতে গিয়ে দেওয়ালের মধ্যে লুকনো ৬টি টিনের কৌটো উদ্ধার করেছেন সে দেশের এক ব্যবসায়ী। সেই কৌটো থেকে তিনি উদ্ধার করেন ৪৭...

আফ্রিকা মহাদেশের দক্ষিণ এর বোদি উপজাতির নারীদের মেদবহুল পুরুষ পছন্দ

ইথিওপিয়ার দক্ষিণে ওমো উপত্যকার প্রত্যন্ত অঞ্চলে বাস বোদি উপজাতির। সেই উপজাতির মহিলাদের পছন্দ গোল ভুঁড়িযুক্ত পুরুষেরা।পৃথিবীতে এমনও উপজাতি রয়েছে যেখানে সুঠাম চেহারা নয়, বরং...

Recent Comments