স্নান করতে গিয়ে তলিয়ে গেল ৮ বছরের কিশোর । ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার গোপালপুর অঞ্চলে উত্তর হুকমতটোলা গ্রামে । নিখোঁজ কিশোরের নাম আনুয়ার হোসেন বয়স ৮ বছর । পিতা আসতারুল হক পেশায় চাষী। পুলিশ সূত্রে ও স্থানীয় জানা গেছে রবিবার দুপুরে বাচ্চাটি কয়েকটি বন্ধুর সঙ্গে স্থানীয় গঙ্গা স্নান করতে যাই ।
সেই সময় হঠাৎ আট বছরের এই কিশোরটি নিখোঁজ হয়ে যায় । ঘটনার নজরে আসতেই স্থানীয় নৌকা দিয়ে খুজাখুজি করলেও তাকে উদ্ধার করা যায়নি । এরপর মানিকচক থানার পুলিশ এবং এনডিআরএফ এর টিম বোডের সাহায্যে খোঁজাখুঁজি করে ।
নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোর ( মালদা )
নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোর ( মালদা )
Gepostet von ACN Life News am Sonntag, 11. Oktober 2020
দিন সন্ধ্যা পর্যন্ত শেষ খবর পর্যন্ত ছেলেটির দেহ এখনো উদ্ধার হয়নি । ঘটনার পর শোকের ছায়া গোপালপুর অঞ্চল জুড়ে ।