বাবার সাথে নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল যুবক। যুবকের খোজে তল্লাশি নদীতে। আজ সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়ার পাত্রসায়ের থানার নান্দুর গ্রামে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে ওই গ্রামের বাসিন্দা মাধব ধাড়া ছেলে জয়ন্ত ধাড়া কে নিয়ে স্থানীয় দ্বারকেশ্বর নদে মাছ ধরতে গিয়েছিল।
মাছ ধরার সময় নদের স্রোতের টানে তলিয়ে যায় জয়ন্ত। চোখের সামনে ছেলেকে তলিয়ে যেতে দেখে তাকে বাচানোর আপ্রান চেষ্টা করেন মাধব বাবু। নদীর স্রোতের বেগ এবং গভীরতা বেশী থাকায় শত চেষ্টা বিফলে যায়।
নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল যুবক ( বাঁকুড়া )
নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল যুবক ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Mittwoch, 23. September 2020
চোখের সামনেই নিমেষেই নদের স্রোতে তলিয়ে যায় বছর কুড়ির জয়ন্ত। খবর পেয়ে গ্রামের মানুষ উদ্ধার কাজে হাত লাগায়। পরে পাত্রসায়ের থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে শুরু হয় তল্লাশি।
দুপুর ২ টা পর্য্যন্ত খোজ মেলেনি তলিয়ে যাওয়া যুবকের।