টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, যাকে বিশ্ব ক্যাপ্টেন কুল নামেই চেনে। ধোনি শুধু ক্রিকেটেই নয় ব্যক্তিগত ও পেশাগত জীবনেও নতুনত্বের জন্য পরিচিত। এখন যা অবস্থা ধোনি যাই করেন না কেন সেটাই শিরোনাম হয়ে যায়। ধোনিকে কখনও মাঠে ট্রাক্টর চালাতে দেখা যায়, আবার কখনও গলফ ও টেনিস খেলতে দেখা যায়। ধোনির বাইক প্রেম সকলেরই জানা। এদিকে এখন ধোনির নতুন শখ সামনে এসেছে। মাঠে চাষ করে হাত পাকানোর পরে এবার ধোনি জলে মাছ চাষ করতে চলেছেন।
রাঁচিতে নিজের খামারবাড়িতে কয়েক মাস ধরেই চলছে তারই প্রস্তুতি।রাঁচির সাম্বোতে ৪৩ একর জুড়ে ধোনির একটি বিশাল খামারবাড়ি রয়েছে। এখানে ধোনি ইতিমধ্যে শাকসবজি ও স্ট্রবেরিসহ অন্যান্য কৃষিপণ্যের চাষ করেন। সময়ে সময়ে তার ভিডিয়োও দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ধোনির ট্রাক্টর চালানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। এবার মাহি মাছ চাষ করবেন বলে তৈরি হচ্ছেন।
তাঁর সাম্বো খামারবাড়িতে চলছে তারই প্রস্তুতি। খবরে বলা হয়েছে, ধোনি নিজের খামারবাড়িতে দুটি বড় পুকুর খনন করেছেন।একটি নিউজ ওয়েবসাইটের সঙ্গে আলাপকালে ধোনির কৃষি উপদেষ্টা রোশান জানান, ৭ মাস আগে একটি পুকুরে ৮ হাজার ছোট মাছ এবং অন্য পুকুরে ৩ হাজার মাছ ছাড়া হয়েছিল। উল্লেখ্য, পুকুরে ছেড়ে আসা রুই, কাতলা ও তেলাপিয়া প্রজাতির মাছ এখন বড় হয়েছে। মাছ ৫০০ গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত বেড়েছে।