নসীব আপনা আপনা’ সিনেমার কালো মে রাধিকার কথা মনে আছে চলুন দেখে নেওয়া যাক এখন তার কি অবস্থা
রাধিকা কুমার শারদ। অনেকে এমন রয়েছেন যারা বলিউডে একাধিক ছবি করার পর ধীরে ধীরে জনপ্রিয়তার শিখরে ওঠেন।তেমনই নব্বইয়ের দশকে বলিউডে যেমন ধরনের ছবি তৈরি হতো এখন সেই ধরনের ছবি তৈরি হয় না।একের পর এক প্রজন্ম এসে বলিউডকে নানানভাবে সাজিয়ে তুলেছে। যারা সিনেমা জগতে কাজ করেন তারা সকলেই চান বলিউডে কাজ করার। কারণ এই ইন্ডাস্ট্রি গোটা দেশের মানুষের কাছে পরিচিত।
আর এই ইন্ডাস্ট্রির তারকারা সমানভাবে জনপ্রিয়।অনেকে এমন রয়েছেন যারা বলিউডে একাধিক ছবি করার পর ধীরে ধীরে জনপ্রিয়তার শিখরে ওঠেন।বলিউডের জনপ্রিয় ছবি ‘নাসিব আপনা আপনা’। এই ছবিটি অনেক মানুষের কাছে বেশ ভালোলাগার ছবি। পুরোনো বলিউড সিনেমা যারা পছন্দ করেন তার মধ্যে এই ছবিটি জনপ্রিয়।খুব কম সময়ের জন্য স্ক্রীন শেয়ার করেছিলেন রাধিকা‘চান্দু’ চরিত্রে অভিনয় করেছিলেন।
তার চুলের স্টাইল ও ডায়লগ আর মাধ্যমে মন কেড়ে ছিল সকলের।বর্তমানে রাধিকার বয়স ৫৯ বছর। বর্তমানে গ্ল্যামার দুনিয়ায় না থাকলেও নিজের জৌলুশ ধরে রেখেছেন অভিনেত্রী। এখুনও তিনি অপূর্ব সুন্দরী।তবে এখুন হয়তো সিনেমা জগৎ এর সাথে খুব একটা যোগ নেই তার