Home ২০১৯ সালে ধারাবাহিকের প্রধান মুখ এখুন সে একসময় ভারী চেহারার জন্য ভেস্তে গিয়েছিল একাধিক...

ধারাবাহিকের প্রধান মুখ এখুন সে একসময় ভারী চেহারার জন্য ভেস্তে গিয়েছিল একাধিক সম্বন্ধ।

কথা হচ্ছিল অন্বেষার সঙ্গে। ২০১৯ সালে ‘মিস প্লাস সাইজ ইন্ডিয়া’ সুন্দরী প্রতিযোগিতা জেতার পর নেট দুনিয়ায় কনটেন্ট তৈরি করতে শুরু করেন অন্বেষা। বিষয় নারী ক্ষমতায়ন। পাশাপাশি চলছিল সাংবাদিকতা।রুপোলি পর্দায় নায়িকাদের সঙ্গে অলিখিত নিয়মের মতোই জুড়ে যায় ‘ছিপছিপে’, ‘তন্বী’র মতো বিশেষণগুলি। সেখানে সোহাগ বলছে, ‘‘আমায় ৩৪জন পাত্র পক্ষ বাতিল করেছে…আমার ওজনের জন্য!’

’ সোহাগকে কালার্স বাংলার নতুন ধারাবাহিক ‘সোহাগ চাঁদ’-এ দেখবেন দর্শক। আর পাঁচটা ধারাবাহিকের নায়িকাদের মতো নয় সোহাগ। সহজ কথায়, চরিত্রটি স্থূলকায়। টলিপাড়ার নতুন এই অভিনেত্রী বললেন, ‘‘অনলাইনে আমার ভিডিওগুলো দেখার পরেই নির্মাতাদের তরফে অফার আসে। তার পর বেশ কয়েকটা অডিশন এবং লুক সেটের পর নির্বাচিত হই।’’শুরু থেকেই অন্বেষার সফরটা সহজ ছিল না। তাঁর প্রথম স্বামী গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন। তার পর জীবনে আসে নতুন মোড়।

আরও এক বার বিয়ের সিদ্ধান্ত নেন অন্বেষা। বলছিলেন, ‘‘এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা সন্দীপন (অন্বেষার স্বামী) পাশে না থাকলে সম্ভব হত না। এই সুযোগটা আসার পর ও আমার চেয়েও বেশি খুশি। ও আমাকে বলেছে, লোকের স্বপ্ন থাকে। কেউ সুন্দরী প্রতিযোগিতা বিজেতা বা কেউ হয়তো কোনও অভিনেত্রীকে বিয়ে করার স্বপ্ন দেখে। আমি নাকি ওর দুটো স্বপ্নই পূরণ করেছি।’’

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments