বাঁকুড়া, ৬ অগষ্ট : নার্স ও রিসেপশনিস্টের খণ্ডযুদ্ধে রণক্ষেত্র বিষ্ণুপুরের দিশা হাসপাতাল । ২ জন রিসেপশনিস্ট এবং হাসপাতালের মালিকের বিরুদ্ধে নার্সদের উপর অশালীন আচরণ, দুর্ব্যবহার ও ঘুমন্ত অবস্থায় ছবি তুলে ভাইরাল করার অভিযোগে বিক্ষোভে নামলেন দিশা মাল্টিস্পেশালিটি হাসপাতালের নার্সরা । পাশাপাশি তাঁরা স্বাস্থ্যসাথী দুর্নীতিতে হাসাপাতাল বন্ধের দাবিও জানান ।
নার্সদের অভিযোগ, রাত হলেই হাসপাতালের ভেতর মদ্যপান ও নার্সদের সঙ্গে অবভ্য আচরন করেন হাসপাতালের মালিক অভিক গাঙ্গুলি । তাঁর সঙ্গে থাকেন এক রিসেপশনিস্টও । এছাড়াও রিসেপশনিস্টের বিরুদ্ধে ঘুমন্ত অবস্থায় এক অসুস্থ গর্ভবতী নার্সের ছবি তুলে তা ভাইরাল করার মতো গুরুতর অভিযোগ তুলেছেন তাঁরা । যদিও অভিযুক্ত রিসেপশনিস্ট নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন । পাশাপাশি তিনি নার্সদের বিরুদ্ধে পাল্টা মারধোরের অভিযোগ তোলেন ।
বৃহস্পতিবার বিকেলে এই বিষয়কে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে দিশা হাসপাতাল চত্বর । নার্সদের সঙ্গে অভিযুক্ত রিসেপশনিস্টের খণ্ডযুদ্ধে আরও ব্যাপক আকার ধারণ করে । এই ঘটনায় এদিন বিষ্ণুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নার্সরা । তাঁদের দাবি, হাতপাতাল অবিলম্বে বন্ধ করা হোক ।
অন্যদিকে, এই অভিযোগের পাশাপাশি হাসপাতালের নার্সরা ম্যানেজমেন্টের বিরুদ্ধে স্বাস্থ্যসাথী দুর্নীতিরও অভিযোগ তোলেন । তাঁদের দাবি, রোগী হাসপাতালে না থাকলেও তাঁর চিকিৎসা চলে এবং টাকা নিয়ে দুর্নীতি করে হাসপাতালের মালিক ও ম্যানেজমেন্ট ।
যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন হাসপাতালের মালিক অভিক গাঙ্গুলি । তিনি বিষয়টিকে হাসপাতলের কর্মীদের মধ্যে ঝামেলা বলে উল্লেখ করেন । একইভাবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন হাসপাতলের মালিকের উকিলও ।