Home bankura গর্ভবতী নার্সের ছবি ভাইরাল সহ একাধিক অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে

গর্ভবতী নার্সের ছবি ভাইরাল সহ একাধিক অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে

বাঁকুড়া, ৬ অগষ্ট : নার্স ও রিসেপশনিস্টের খণ্ডযুদ্ধে রণক্ষেত্র বিষ্ণুপুরের দিশা হাসপাতাল । ২ জন রিসেপশনিস্ট এবং হাসপাতালের মালিকের বিরুদ্ধে নার্সদের উপর অশালীন আচরণ, দুর্ব্যবহার ও ঘুমন্ত অবস্থায় ছবি তুলে ভাইরাল করার অভিযোগে বিক্ষোভে নামলেন দিশা মাল্টিস্পেশালিটি হাসপাতালের নার্সরা । পাশাপাশি তাঁরা স্বাস্থ্যসাথী দুর্নীতিতে হাসাপাতাল বন্ধের দাবিও জানান ।

 

 

 

 

 

 

 

নার্সদের অভিযোগ, রাত হলেই হাসপাতালের ভেতর মদ্যপান ও নার্সদের সঙ্গে অবভ্য আচরন করেন হাসপাতালের মালিক অভিক গাঙ্গুলি । তাঁর সঙ্গে থাকেন এক রিসেপশনিস্টও । এছাড়াও রিসেপশনিস্টের বিরুদ্ধে ঘুমন্ত অবস্থায় এক অসুস্থ গর্ভবতী নার্সের ছবি তুলে তা ভাইরাল করার মতো গুরুতর অভিযোগ তুলেছেন তাঁরা । যদিও অভিযুক্ত রিসেপশনিস্ট নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন । পাশাপাশি তিনি নার্সদের বিরুদ্ধে পাল্টা মারধোরের অভিযোগ তোলেন ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বৃহস্পতিবার বিকেলে এই বিষয়কে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে দিশা হাসপাতাল চত্বর । নার্সদের সঙ্গে অভিযুক্ত রিসেপশনিস্টের খণ্ডযুদ্ধে আরও ব্যাপক আকার ধারণ করে । এই ঘটনায় এদিন বিষ্ণুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নার্সরা । তাঁদের দাবি, হাতপাতাল অবিলম্বে বন্ধ করা হোক ।

 

 

 

 

 

 

 

 

 

 

অন্যদিকে, এই অভিযোগের পাশাপাশি হাসপাতালের নার্সরা ম্যানেজমেন্টের বিরুদ্ধে স্বাস্থ্যসাথী দুর্নীতিরও অভিযোগ তোলেন । তাঁদের দাবি, রোগী হাসপাতালে না থাকলেও তাঁর চিকিৎসা চলে এবং টাকা নিয়ে দুর্নীতি করে হাসপাতালের মালিক ও ম্যানেজমেন্ট ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন হাসপাতালের মালিক অভিক গাঙ্গুলি । তিনি বিষয়টিকে হাসপাতলের কর্মীদের মধ্যে ঝামেলা বলে উল্লেখ করেন । একইভাবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন হাসপাতলের মালিকের উকিলও ।

 

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments