এসিএন লাইফ নিউজ, ২৬ অগাস্ট : আজই মা হয়েছেন নুসরত জাহান । পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি । মা ও সন্তান সুস্থ আছেন বলে জানিয়েছেন নুসরতের বন্ধু যশ দাশগুপ্ত । যিনি নুসরতের এই লড়াইয়ে তাঁকে সর্বক্ষণ আগলে রেখেছিলেন ।
যশ বলছেন, যাঁরা নুসরতের স্বাস্থ্য নিয়ে খোঁজখবর নিচ্ছেন, তাঁদের জানাচ্ছি, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন ।
হাসপাতাল থেকেই ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন নুসরত। লিখেছিলেন, ‘ভয়ের থেকেও বেশি আছে বিশ্বাস ।’ মা ও নবজাতকের অবস্থা স্থিতিশীল বলে খবর হাসপাতাল সূত্রে । সদ্যজাত ও নবজাতককে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে ।
ছবি সৌজন্যে : ফেসবুক