এসিএন লাইফ নিউজ, ২৩ সেপ্টেম্বর : বদলে গেল নুসরত জাহানের ‘সঙ্গী’ । যশ দাশগুপ্ত নয়, এবার জুটি বাঁধলেন রাজা গোস্বামীর সঙ্গে । রাজা খড়কুটো ধারাবাহিকের অভিনেতা । যার পর্দার নাম রূপাঞ্জন । এবার রাজার সাথে বাড়ির লনে গাড়ি ধুতে দেখা গেল নুসরতকে ।
একটি সাবান সংস্থার বিজ্ঞাপনে অভিনেতা রাজা গোস্বামীর সঙ্গে দেখা গেল নুসরতকে । এমনকি মাতলেন খুনসুটিতেও । মজা করে কাদা ছিটিয়ে ভিজিয়ে দিলেন রাজার জামা । তাতে রাজা আপত্তি জানালেও নুসরতের থোড়াই কেয়ার। এমনই একটি বিজ্ঞাপনের পোস্ট নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নুসরত জাহান ।
২৬ অগস্ট পুত্র সন্তান ঈশানের জন্ম দিয়েছেন নুসরত । তার কয়েক দিনের মধ্যেই কাজে নেমে পড়েছেন তিনি । তবে সংবাদমাধ্যমকে নুসরত জানিয়েছেন, এই মুহূর্তে তিনি হালকা কাজ করবেন । কারণ সদ্যোজাতকেও সময় দিচ্ছেন নতুন মা ।