এসিএন লাইফ নিউজ, ২৭ অগাস্ট : প্রকাশ্য়ে এল নুসরতের ছেলের নাম । ছায়া সঙ্গীর নামের ইংরেজি অক্ষরের সঙ্গে মিলিয়ে নাম রাখলেন ‘ঈশান ।’ যার ইংরেজি নামের বানান শুরু হবে ‘Y’ দিয়ে ।
সন্তান জন্ম দেওয়ার সময়, যশ ছিলেন নুসরতের ছায়াসঙ্গী হয়ে । এখনও পর্যন্ত নিজের সন্তানের পিতৃ পরিচয় নিয়ে মুখ খোলেননি নুসরত । সন্তানের বাবার নাম সরাসরি না বললেও, ঘুরিয়ে কি এইভাবেই সকলের প্রশ্নের উত্তর দিতে চাইছেন অভিনেত্রী ?
গতকালই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নুসরত জাহান । বাচ্ছা জন্ম নেবাার পরই অভিনেত্রীরবন্ধু সকলকে জানান, ” যারা নুসরতের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন, তাঁদের জানাতে চাই, মা এবং সন্তান দু’জনেই সুস্থ আছে ।”