রমরমিয়ে চলছে গ্যাসের অবৈধ কারবার। তল্লাশিতে নেমে পর্দা ফাঁস। বাঁকুড়ার তালডাংরা থানার পাঁচমুড়া বাজারে অবৈধ ভাবে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার থেকে কর্মাসিয়াল ভাবে গ্যাসের গাড়িতে গ্যাস ভরাই করার কারবার চলছিল দীর্ঘদিন ধরে । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।
এদিনের অভিযানে ছিলেন DSP অভিজিৎ ভট্টাচার্য্য ও তালডাংরা থানার OC আব্দুস সামাদ আনসারি এবং তালডাংরা থানার অন্যান্য পুলিশ কর্মীরা। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ পাঁচমুড়া বাজারে চলে তল্লাশি অভিযান।
অবৈধ গ্যাস কারবারের পর্দা ফাঁস ( বাঁকুড়া )
অবৈধ গ্যাস কারবারের পর্দা ফাঁস ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Samstag, 26. September 2020
তল্লাশি চালানোর সময় পাঁচমুড়া বাজারে এক ব্যাক্তির সাইকেল দোকান থেকে চারটি ডোমেস্টিক কানেকশনে গ্যাস সিলিন্ডার সহ একটি মেশিন এবং আর এক ব্যাক্তির গোডাউন থেকে পাঁচটি গ্যাস সিলিন্ডার ও একটি মেশিন বাজেয়াপ্ত করে দুজনকেই পুলিশের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে জানাগেছে।