দামোদর নদী থেকে অবৈধভাবে বালি তোলা কে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁকুড়া জেলার সোনামুখী থানার ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি কেনেটি মানা গ্রাম সংলগ্ন দামোদর নদ থেকে
সরকারিভাবে নদী থেকে বালু তোলার পারমিশন দেয়নি এখনো তবুও একশ্রেণীর বালি মাফিয়ারা দিনের-পর-দিন দামোদর নদী থেকে বালি উত্তোলন করছে নির্বিকার প্রশাসন I
অবৈধ ভাবে বালি তোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার ( বাঁকুড়া )
অবৈধ ভাবে বালি তোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Freitag, 2. Oktober 2020
এদিন সকালে সোনামুখী থানার ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটির কাছে দামোদর নদীর বুক থেকে একশ্রেণীর বালি মাফিয়ারা অবাধে বালি উত্তোলন করেছিল কয়েকটি ট্রাক্টর করে ঠিক তখনই গ্রামবাসীরা যে এক চালককে মারধর করে এবং খবর দেওয়া হয় BLRO অফিসে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে সোনামুখী থানার পুলিশ নিয়ে উপস্থিত হন সোনামুখীর BLRO অফিসার এবং ট্রাক তিনটিকে আটক করে সোনামুখী থানায় নিয়ে আসা হয় I
স্থানীয় বাসিন্দাদের দাবি গ্রাম থেকে মাত্র কয়েক শ মিটার দূরে দামোদর নদী বয়ে গেছে এইভাবে দামোদরের বুক থেকে বালি উত্তোলন করতে থাকলে কোন দিন দামোদর নদী গর্ভে বিলীন হয়ে যাবে তাদের গ্রাম যে কারনেই আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে বউ ছেলে মেয়ে নিয়ে I বারংবার BLRO অফিস এবং বিডিও অফিসে জানানো হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এই বেআইনি ভাবে দামোদর নদী থেকে বালি উত্তোলন করা যাবে না