হরিয়ানাতে লাভ জিহাদির শিকার নিকিতা তোমারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভে বসল হিন্দু জাগরণ মঞ্চ মালদা জেলা কমিটি।
এই মর্মে এদিন সকাল থেকেই মালদা শহরের ফোয়ারা মোড়ে অবস্থান বিক্ষোভে বসেন এই সংগঠনের কর্মীরা। হাতে প্ল্যাকার্ড এবং স্লোগান দিয়ে নিকিতা তোমারের হত্যাকারীদের ফাঁসির দাবি তুলেন হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা।
https://www.facebook.com/230205334351193/videos/666209820932685
এই বিষয়ে সংগঠনের জেলা সভাপতি বিজন দাস জানান, হরিয়ানাতে লাভ জিহাদির শিকার নিকিতা তোমারের হত্যাকারী তৌসিফ খান এবং রিহান খান এর ফাঁসির দাবিতে তাদের এই অবস্থান বিক্ষোভ।