দীর্ঘদিন ধরে ভারী যানবাহন চলাচলের প্রতিবাদে আজ বীরভূম জেলার হেতমপুরের প্রতীচী পাড়ার মহিলারা অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ করেন।
উল্লেখ্য, দুবরাজপুর থেকে হেতমপুর যাওয়ার মূল সড়কে প্রতিদিন ভারী যানবাহন চলাচল করে। যার ফলে রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ছে।
হেতমপুর প্রতীচী পাড়ার বাসিন্দা শিখা ঠাকুর জানান, প্রতিদিন এই রাস্তা ধরে ভারী যানবাহন চলাচলের ফলে রাস্তার অবস্থা বেহাল হয়ে গেছে। ফলে সম্পূর্ণ এলাকায় দূষণ ছড়াচ্ছে।
আমাদের একটাই দাবী, জেলাশাসক এখানে এসে লিখিত দেবেন তারপর আমরা এই অবরোধ তুলব।