বাঁকুড়া, ৩১ জুলাই : ভারী বৃষ্টির জেরে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির । বাঁকুড়া জেলার সিমলাপাল থানার পাথর ডোবা গ্রামের ঘটনা । মৃতের নাম ওয়াহাব খান । বয়স ৬০ ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্য জুড়ে বেশ কয়েকদিন ধরেই নাগারে চলছে বৃষ্টি । রেহাই মেলেনি বাঁকুড়া জেলাতেও । গতকাল রাত থেকেই সিমলাপাল থানা এলাকায় শুরু হয়েছে বৃষ্টি । এর ফলে মাটির বাড়ি থেকে শুরু করে মাটির পাঁচিল দুর্বল হয়ে পড়ছে ।
পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে নিজের বাড়ির মাটির দেওয়াল দেখতে বাড়ি থেকে বের হন ওয়াহাব খান । সেই সময় ঘটে বিপত্তি । আচমকা দেওয়ালটি ভেঙে পড়ে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ।
দুর্যোগের মাঝে এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।