আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তার পর রাখীবন্ধন উৎসবে মাতবেন আপামর সাধারণ মানুষ। সেই সমস্ত সাধারণ মানুষের হাতে রাখী তুলে দিতে রাতদিন এক করে রাখী তৈরির কাজ করে চলেছে তমলুকের নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির হোম আবাসিকরা।
বিভিন্ন সামাজিক বার্তাকে সামনে রেখে পরিবেশ বান্ধব পাটকে কাজে লাগিয়ে নানান রকমের রাখী প্রস্তুত করতে ব্যস্ত নিমতৌড়ী হোম আবাসিকরা। বর্তমান সময়ে যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে তাতে করে ধর্মের মিলন ঘটাতে বিশেষ বার্তা রাখীতে তুলে ধরার পাশাপাশি, সেফ ড্রাইভ সেভ লাইফ, পরিবেশ রক্ষায় জলসংরক্ষণের মতো বিষয়গুলিকে রাখিতে ফুটিয়ে তুলেছেন তাঁরা।
আসন্ন শারদীয়ার আগাম শুভেচ্ছাও ফুটিয়ে তোলা হয়েছে পাটের তৈরি রাখিতে। সমাজ সচেতনতার বার্তা নয়, রাখি তৈরির মাধ্যমে স্বনির্ভর হচ্ছে হোম আবাসিক এর দৈহিক প্রতিবন্ধী ব্যক্তিরা। কেউ বিশেষভাবে সক্ষম। কেউ আবার দৃষ্টিহীন। কারোর দৈহিক বিকাশ স্বাভাবিকভাবে ঘটেনি।