Home খবর ১ অক্টোবর অর্থাৎ আজ থেকে লাগু হবে নিয়ম আচমকাই টিকিটের দাম দ্বিগুণ...

১ অক্টোবর অর্থাৎ আজ থেকে লাগু হবে নিয়ম আচমকাই টিকিটের দাম দ্বিগুণ করল রেল!

একই সময়ে প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করতে দক্ষিণ রেলওয়ে (Southern Railways) প্ল্যাটফর্ম টিকিটের মূল্য দ্বিগুণ করেছে। অর্থাৎ ১০ টাকায় পাওয়া প্ল্যাটফর্ম টিকিটের জন্য এখন ২০ টাকা দিতে হবে। উৎসবের মরসুমে প্ল্যাটফর্মে ভিড় যাতে না বাড়ে সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।এ বিষয়ে দক্ষিণ রেলওয়ের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে।

বলা হয়েছে যে উৎসব চলাকালীন ভিড় এড়াতে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১ অক্টোবর অর্থাৎ আজ থেকে ৩১ জানুয়ারী ২০২৩ পর্যন্ত জনপ্রতি ১০ থেকে ২০ টাকা করা হয়েছে। আপনাদের জানিয়ে দিই যে, শুধুমাত্র দক্ষিণ রেলওয়েই প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়েছে। দক্ষিণ রেলওয়ের সদর দপ্তর চেন্নাইতে। অর্থাৎ, আগামীকাল থেকে দক্ষিণের সমস্ত রেলস্টেশনে ২০ টাকায় প্ল্যাটফর্ম টিকেট পাওয়া যাবে।

চেন্নাই বিভাগের মধ্যে প্রধানত চেন্নাই সেন্ট্রাল, চেন্নাই এগমোর, তাম্বারাম, কাটপাডি, চাঙ্গালপাট্টু, আরাক্কোরাম, তিরুভাল্লুর এবং আভাদি রেলওয়ে স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু প্ল্যাটফর্ম টিকিটের দাম বৃদ্ধির কারণে এই সমস্ত রেলস্টেশনে যেতে জনগণকে তাদের পকেট হালকা করতে হবে।জানিয়ে রাখি যে, অক্টোবর থেকে জানুয়ারী পর্যন্ত ভারত জুড়ে অনেক উৎসব রয়েছে। এর মধ্যে বিশেষ করে দীপাবলি, দশেরাসহ অন্যান্য উৎসবে মানুষ নিজ নিজ বাড়িতে যায়। এই কারণে প্রচুর সংখ্যক লোক তাদের স্টেশনে ছেড়ে আসার জন্য প্ল্যাটফর্ম পরিদর্শন করে। এমতাবস্থায় প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়লে জনগণের ওপর বাড়তি বোঝা বাড়বে।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments