মালদা, ২২ জুলাই : মেলায় গিয়ে বাধে বচসা । এর জেরে প্রাণ হারালেন এক যুবক । নাম ইয়ারুল সেখ । বয়স ২২ । ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের নাগরাই বাজার এলাকার ঘটনা ।
মৃত যুবকের দাদা রেজাউল শেখ জানান, ঈদ উপলক্ষ্যে মেলা বসে ছিল নাগরাই বাজারে । সেখানে যান ইয়ারুল । এরপর তাঁর ভাই সাদিকুলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে । সেই সময় ইয়ারুলের পেটে সাদিকুল চাকু মারে বলে অভিযোগ । এরপর ইয়ারুলকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে ।
তবে কী কারণে বচসা বেধে ছিল তা স্পষ্ট করে জানাতে পারেননি মৃত যুবকের দাদা । ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ ।