দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিংয়ে গুলিবিদ্ধ হলো এক তৃণমূল কর্মী সমর্থক। রাত্রিবেলা বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতী রা । বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি ভর্তি রয়েছেন চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে।
জখম ব্যক্তির নাম জসিমউদ্দিন মোল্লা। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত্রিবেলা ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ওই ব্যক্তি বাইক চালিয়ে বাড়িতে ফিরছিলেন। সেই সময় হঠাৎ দুষ্কৃতীরা তাঁকে প্রথমে ঘিরে ধরে। এরপর গুলি চালায়। একটি গুলি এসে শরীরে লাগে তাঁর। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
তৃণমূল কর্মীর চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসী। , স্থানীয় বাসিন্দাদের আসতে দেখেই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে জসিমউদ্দিনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় ক্যানিং থানায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।