দিন দিন আলু ,পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে নাভিশ্বাস মধ্যবিত্তের। বিশেষ করে বাঙালির হেসেলে অনান্য উপকরণের চেয়ে আলু ,পিয়াজ খুবই গুরুত্বপূর্ণ।
আকাশ ছোঁয়া দাম বৃদ্ধির কারণে পেঁয়াজ কিনতে চোখের জল ঝরছে মধ্যবিত্তের।
আজ ভাতার কৃষক বাজারে অন্যান্য সবজির দাম তুলনামূলকভাবে কম থাকলেও আলু, পিয়াজ এর আকাশ ছোঁয়ার দামের কারণে তারা আপেল কিনে বাড়ি ফিরছেন। কারণ সবজির দাম এর থেকে ফলের দাম অনেকটাই কম বলে জানাচ্ছেন ক্রেতারা।
https://www.facebook.com/230205334351193/videos/597676501003583
ভাতার কৃষক বাজারে সহায়ক মূল্যে পঁচিশ টাকা কেজি দরে আলু বিক্রি হলেও দীর্ঘ লাইনের কারণে সময়মতো বাজার করে বাড়ি ফিরতে পারছেন না ক্রেতারা। আজ খোলা বাজারে আলুর দাম পয়তাল্লিশ টাকা ও পেঁয়াজের দাম ষাট থেকে সত্তর টাকা, কবে আলু, পেঁয়াজের দাম নাগালের মধ্যে আসবে, সেই আশায় দিন গুনছেন মধ্যবিত্ত।