” মুসলিমদের কাধেঁ চড়ে হিন্দু বৃদ্ধের দেহ সৎকার জামুড়িয়া থানার দেশেরমোহান গ্রামে”
হিন্দু বৃদ্ধের মৃতদেহ সৎকার করে সম্প্রীতির অনন্য নজীর গড়লেন দেশেরমোহান গ্রামের মুসলিম ভাইয়েরা।
পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া থানার দেশেরমোহান গ্রাম ২৩০ টি সংখ্যালঘু মুসলিম পরিবারের বাস।সেখানেই দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছিলেন এক হিন্দু পরিবার। রামধনু রজক।গত কয়েক দিন ধরে অসুস্থ হলে তার কোন উত্তরসূরী না থাকায়, রামধনু রজক কে নিয়ে হাসপাতালে নিয়ে যান গ্রামের প্রতিবেশী মুসলিম ভাইয়েরা।
https://www.facebook.com/230205334351193/videos/170429354801928
আজ বিকেলে তিনি মারা যান।গ্রামের যুবক সেখ খোকন, সেখ মোবারক বলেন রামধনু রজক বহুদিন ধরে তাদের গ্রামেই বসবাস করেন।
আজ তিনি মারা যাওয়ায় আমরাই গ্রামের সবাই। মৃতদেহ সহ খাট কাধেঁ নিয়ে শ্মশানে নিয়ে গিয়ে হিন্দু ধর্মীয় রীতিনীতি মেনেই মৃতদেহ সৎকার করা হলো।অসুস্থ থাকাকালীন তার সেবায় মুসলিম মহিলারাও এগিয়ে এসেছেন।
গ্রামের সমাজসেবী যুবক সেখ সাকাই বলেন ,তিনি হিন্দু ধর্মের লোক কিন্তু গ্রামের সবার কাছেই আপনজন আত্মীয়র মতই ছিলেন। মৃত ব্যক্তির পরবর্তী পারলৌকিক কাজকর্ম সবই তারা করবেন।