বড়জোরা কংসাবতী কোয়াপারেটিভ স্পিনিং মিল কারখানায় কর্মরত শ্রমিকদের সেলাইন চালু হল ।
ষষ্ঠ পে কমিশনের দাবিতে বড়জোরা কংসাবতী কো-অপারেটিভ স্পিনিং মিল কারখানায় শ্রমিকরা গত পয়লা সেপ্টেম্বর থেকে লাগাতার অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন কিন্তু তারপরেও উর্দ্ধতন কর্তৃপক্ষ সমস্যা সমাধানের কোনো রকম উদ্যোগ গ্রহণ করেনি ।
এমতাবস্থায় বাধ্য হয়ে পহেলা অক্টোবর থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা আমরণ অনশন শুরু করেছেন আজ পঞ্চম দিনে পড়ল অনশন । যেখানে দেখা যাচ্ছে ইতিমধ্যেই অনশনরত 12 জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন এই মুহূর্তে তাদের চলছে সেলাইন । চিকিৎসকরা অসুস্থ শ্রমিকদের করা পর্যবেক্ষণে রেখেছে ।
অনশন মঞ্চে অসুস্থ ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Montag, 5. Oktober 2020
বিজয় দাস নামে অনশনরত শ্রমিক বলেন , যতদিন আমাদের দাবি দাওয়া পুরন না হচ্ছে ততদিন আমরা অনশন চালিয়ে যাব । এর পাশাপাশি তিনি বলেন হাসপাতাল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের সহযোগিতা না পেয়ে আমরা বাধ্য হয়ে প্রাইভেট ডক্টর নিয়ে এসে অসুস্থ রোগীদের চিকিৎসা করাচ্ছি ।