হুগলির বৈদ্যবাটি খাল থেকে প্যাকেটবন্দি অবস্থায় উদ্ধার হল চুঁচুড়ার এক অপহৃত যুবকের খণ্ডিত দেহ।
মৃতের নাম বিষ্ণু মাল। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়ছে।বছর তেইশের বিষ্ণুর পরিবারের অভিযোগ, ১০ ই অক্টোবর চুঁচুড়ার কামারপাড়ার বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যায় এলাকার কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তার সঙ্গীরা।
https://www.facebook.com/230205334351193/videos/2796510510565837
মূল অভিযুক্ত অধরা হলেও, নবমীর রাতে গ্রেফতার হয় তার দুই সঙ্গী। ধৃতদের জেরা করে গতকাল দিল্লি রোডের ধারে বৈদ্যবাটি খাল থেকে প্যাকেটে মোড়া অবস্থায় উদ্ধার হয় নিখোঁজ যুবকের খণ্ডিত দেহ।
পুলিশের দাবি, ত্রিকোণ প্রেমের কারণে তাঁকে অপহরণ করে খুন করা হয়েছে।