কৌশিকী অমাবস্যা উপলক্ষে তমলুকের বর্গভীমা মন্দিরে আয়োজন করা হয়েছে বিশেষ হোম ও যজ্ঞ। মায়ের মন্দিরে এই হোম দেখতে প্রতিবারই অসংখ্য ভক্ত ভিড় জমান। মন্দির সূত্রে জানা গিয়েছে, দেবীর একান্ন পীঠের মধ্যে অন্যতম পীঠ হিসেবে পরিচিত বর্গভীমা মন্দির।
মন্দিরের সেবাইত বলেন দেবী চারটি বর্গ দান করেন। ধর্ম, মোক্ষ, অর্থ ও কাম। তাই তাঁর নাম বর্গভীমা। প্রতি বছরের মতো এবছরও কৌশিকী অমাবস্যা উপলক্ষে তিথি ও নিয়ম মেনে সাড়ম্বরে পুজো হবে। মায়ের নাটমন্দিরে হবে হোম ও যজ্ঞ। এদিন মাকে বিশেষ স্বর্ণালঙ্কারে সজ্জিত করা হবে।
এদিকে তমলুক শহরের কোর্টপাড়ায় তারা মায়ের আবির্ভাব তিথির উদযাপনে মেতেছে এলাকাবাসী। এই বছর কেজি কেজি বেলকাঠ ও ঘি পুড়িয়ে হোম-যজ্ঞের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারা তঠস্থা সেবা শক্তি পুজো কমিটির আহ্বায়ক সৌমেন চক্রবর্তী বলেন, এবারে তারামায়ের পুজো পাঁচ বছরে পা দিল। তাদের বাজেট প্রায় ৫ লক্ষ টাকা। প্রতিমা আনা হয়েছে কুমোরটুলি থেকে। চারদিন ধরে ভক্তিগীতি, বীরভূমের বাউলগান সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।
পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, সাতজন ব্রাহ্মণ মিলে তিথি মেনে তারামায়ের পুজো ও দশম মহাবিদ্যার যজ্ঞ করবে। ১১১ কেজি বেলকাঠ, ১৫ কেজি ঘি ঢেলে যজ্ঞ হবে। পুজো শেষে সর্বসাধারণের জন্য থাকবে প্রসাদের ব্যবস্থা।