আর কদিন পরেই মা আসছে। কিন্তু আর এক মাকে সব কেড়ে নিয়ে ঘর থেকে বের করে দিল গুনধর ছেলে।
মায়ের আগমন বার্তা র মধ্যে ই বিষাদকে সঙ্গী করে রাস্তার ধারে টানা তিন রাত এক মা দেখে চলেছেন চাঁদ। সেই চাঁদ-যাকে দেখিয়ে একদিন “চাদ মামা চাদ মামা টি দিয়ে যা “বলে ছেলেদের ঘুম পাড়াতেন।কিন্তু ভাগ্যের পরিহাস এমন যে সেই মাকেই আজ ঠাই নিতে হযেছে পথের ধারে জানা গিয়েছে হাওড়া বাকড়া দক্ষিণ পল্লীর বাসিন্দা তিয়াত্তর বছরের বৃদ্ধা বন্দনা শীঠের চার সন্তান। স্বামী সরকারী প্রেসে কাজ করতেন।
অসহায় মা ( হাওড়া )
Gepostet von ACN Life News am Sonntag, 4. Oktober 2020
স্বামীর মৃত্যুর পর তিনি যথা বিধি পেনশন পান। মেজ ছেলে পঙ্কজ, সেজ তপন, ও ছোট ছেলে স্বপন। সেজ ছেলে ও ছোট ছেলে ঘরে না থাকায় তিনি মেজ ছেলের কাছেই থাকতেন। চার দিন আগে বন্দনা দেবীর সব কেড়ে নিয়ে ঘরের বাইরে বের করে দেয়। আশপাশের লোকজন তাকে খেতে দিয়ে মানবিক পরিচয় দিচ্ছে।
রবিবার হাওড়া ডোমজুড়ের বিধায়ক তথা মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় কর্মীদের বন্দনা দেবীকে ফেরানোর নির্দেশ দিয়েছেন। এখন দেখার বন্দনা দেবীর বন্দনা করে আবার ঘরে ফেরাবে কিনা তার ছেলে।