ভাতারের বড়বেলুন গ্রামের আগুনে পুড়ে যাওয়া বাড়ির অসহায় পরিবার আবারও পেলেন আর্থিক সাহায্য উগ্রক্ষত্রিয় মহাসভা সংস্থার পক্ষ থেকে ।
গত 14 ই আগস্ট পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বড়বেলুনের সরকার পাড়ার বাসিন্দা অশোক মুখার্জীর বাড়িতে আগুন লেগে বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়।
আবারও ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন আর্থিক সাহায্য ( ভাতাড় )
আবারও ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন আর্থিক সাহায্য ( ভাতাড় )
Gepostet von ACN Life News am Sonntag, 11. Oktober 2020
অশোকবাবু অসহায় হয়ে পড়েন তিনি কোন দিশা না পেয়ে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকের সাহায্য নেন। তিনি
ভাতারের ,ভাতার(পূর্ব বর্ধমান )ফেসবুক গ্রুপের অ্যাডমিন কে তার আগুনে পোড়া বাড়ির ছবি গুলো পাঠিয়ে তার কাছে সাহায্য চান।
খবর টা ভাতার ফেসবুক গ্রুপের পক্ষ থেকে পোস্ট করে গ্রূপের মেম্বারদের কাছে আবেদন জানানো হয়েছিল ওই মানুষটির পাশে দাঁড়ানোর জন্য ও আর্থিক সাহায্য করার জন্য। সেই পোস্ট দেখে
আজ পূর্ব বর্ধমান জেলার উগ্রক্ষত্রিয় মহাসভা সংস্থার পক্ষ থেকে কিছু চাল, ডাল , তেল , বিস্কুট , বিভিন্ন খাদ্য সামগ্রী সহ আর্থিক সাহায্য করলেন ক্ষতিগ্রস্ত পরিবারকে
সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়, তা আরেকবার প্রমান করলো ভাতার ফেসবুক গ্রুপ ।