কয়েকশো বছর আগে স্বপ্নাদেশে পাহাড়ের উপর বেনারস থেকে নিয়ে আসা মা অষ্টভূজা দুর্গা।
বাঁকুড়ার শহর থেকে 14 থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত মা অষ্টভূজা দুর্গার দেবী পার্বতীর মন্দির। আর এই মন্দির অবস্থিত পাহাড়ের উপর সেই পাহাড়ের নাম কড়োর পাহাড়। পাহাড়ের 152 টি সিরি পায়ে হেঁটে উঠতে হয় মায়ের মন্দির।
মায়ের মন্দিরের উপর থেকে চারিদিকে সুন্দর পরিবেশ উপভোগ করা যায় পাহাড়ের উপরে থেকে যতদূর চোখ যায় ততদূরই সবুজে ভরা। এই মায়ের আবহান আছে কিন্তু বিসর্জন নেই। পুজোর সময় চারদিন নিয়ম নীতি মেনে চলে মায়ের পুজো। তবে এখানে একটা বিশেষত্ব আছে ঝাঁজ ঘন্টা বাজিয়ে মায়ের পুজো হয় বাজে না কোন ঢাক ঢোল ।
অষ্টভূজা দুর্গা ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Sonntag, 11. Oktober 2020
আর একটি বিশেষত প্রসাদে যতই ফলমূল মিষ্টান্ন দেওয়া হোক না কেন কিন্তু মুড়ি আর বেগুনি প্রতিদিন মূল প্রসাদ হিসাবে থাকবেই থাকবে। তাছাড়া কথায় আছে না রথ দেখা আর কলা বেচা ঠিক তেমনটাই এখানে পুজোর চুপচাপ চার দিন কাটাতে হলে আসতে পারেন এই পাহাড়ের কোলে আর পাহাড় থেকে কিছুটা দূরে অবস্থিত গাংদুয়ার ড্যাম এটি একটি পর্যটন কেন্দ্র এখানে ছোট ছোট ছেলেমেয়েদের জন্য রয়েছে পার্কের ব্যবস্থা ও তাছাড়া নৌকাবিহার করার সুযোগ এই ড্যাম পের পারে বসে বিকেলবেলায় সূর্যাস্ত দেখার সৌভাগ্য এবং এই জলরাশি সূর্যাস্তের সময় সূর্যের রংয়ে পড়ন্ত বিকেলে লাল হয়ে ওঠে এই আনন্দ নিতে হলে আসতেই হবে এখানে এখানে থাকার জন্য মায়ের মন্দিরে সুবন্দোবস্ত রয়েছে তাছাড়াও ড্যাম পে র কাছে গেস্ট হাউস সেখানেও থাকা যেতে পারে ।