বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এন.এস.বি রোডের উপরে শুভ উদ্বোধন হল প্রধানমন্ত্রী যোজনা ভারতীয় জন ঔষধি কেন্দ্র। এই ঔষধি কেন্দ্রের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক পিএস মান্না ও ডক্টর গৌরব ।
পাণ্ডবেশ্বর তথা খনি অঞ্চলে এই প্রথম ভারতীয় জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন হয় এদিন। প্রধানমন্ত্রী যোজনা এই ভারতীয় জন ঔষুধি কেন্দ্রের পাণ্ডবেশ্বর এলাকায় উদ্বোধন হওয়াই বিশেষ ছাড় পাবে ঔষুধ ক্রেতারা।
যাতে লাভবান হবে সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার গরিব মানুষেরা বলে জানান পন্তনগর ইসিএলের ডাক্তার গৌরব বাবু ।
ঔষধি কেন্দ্র থেকে ওষুধ কিনলে অনেকাংশই ছাড় পাবেন ক্রেতারা । এই এলাকার গরিব মানুষেরা লাভবান হবে বলে জানান ডাক্তার পিএস মান্না। এই ভারতীয় জন ঔষুধি কেন্দ্রে ৬০০ এর বেশি উচ্চমানের ঔষুধ ও ১৫৪ টি সার্জিক্যাল প্রোডাক্ট পাওয়া যাবে এই কেন্দ্রে।