বাঁকুড়া, 20 জুলাই : ছোটবেলায় স্কুল থেকে ছুটি পাবার জন্য সকল ছাত্র-ছাত্রীর মুখেই লেগে থাকত “আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে” । তবে সেই বৃষ্টি যদি ধানের জমি ভাসিয়ে নিয়ে যায়, তবে কিভাবে ধান দেবে বাচ্চারা ! ঠিক এমন দুর্দশার চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে ।
একরাতের টানা বৃষ্টিতে জলমগ্ন পাত্রসায়েরের বেশ কয়েকটি গ্রাম । জলের তলায় ধান ও সব্জির ক্ষেত । আর্থিক ক্ষতির আশঙ্কায় মাথায় হাত চাষীদের ।
জানা গেছে, গতকাল রাতের ভারী বর্ষণের জেরে চর গোবিন্দপুর, পাঁচপাড়া, ঘোড়াডাঙ্গা, সোনাটিকরি, মামুদপুর গ্রামে বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায় । অথৈ জলে ডুবেছে ধানের জমি, ডুবেছে সব্জির ক্ষেত । আর জলের তলা থেকেই হাঁতড়ে এমনভাবে বেঁচে থাকা সব্জিগুলি তুলছেন চাষীরা, যেন পুকুরে শামুক উত্তোলন চলছে বর্ষায় । তবে এসবের মাঝে তাদের রাতের ঘুম কেড়েছে প্রবল আর্থিক ক্ষতির আশঙ্কা ।
একেই করোনা অতিমারীর কারণে রপ্তানি বন্ধ থাকায় কমেছে সব্জির চাহিদা । তার উপর এই জলমগ্ন অবস্থা । বর্ষার শুরুতেই এই অবস্থা, ঘোর বর্ষায় কি হবে? এই ভেবেই মাথায় হাত পড়েছে গ্রামের কৃষকদের । মাথার উপর ধার-দেনা, তার উপর প্লাবনের ক্ষতি, দুইয়ের মাঝখানে পড়ে এখন আপাতত অথৈ জলে এলাকার কৃষকরাও ।