অসময়ে চলে এল ক্যানেলে জল। তার জেরে কার্যত পাকা ধানে মই দেওয়ার মতন অবস্থা পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের আমারুন ১ অঞ্চলের কয়েকটি এলাকার কৃষকদের। ক্যানেলের জল জমিতে ঢুকে প্লাবিত করে দিয়েছে ধানজমি। চরম সংকটে পড়েছেন কৃষকরা।
বৃহস্পতিবার ভাতার ব্লকের আড়া, আমারুন প্রভৃতি গ্রাম এলাকায় ঘুরে ধরা পড়ল এই ছবি।জানা যায় বর্তমানে আমন ধান কাটার কাজ শুরু করেছেন কৃষকরা।
https://www.facebook.com/230205334351193/videos/202587407931840
অনেক জমিতে পাকা ধান কেটে ফেলে রাখা হয়েছে।কৃষকরা জানান গত বুধবার রাত থেকে ডিভিসি সেচখালে হঠাৎ হু হু করে জল চলে আসে।
ক্যানেলের কিছু অংশে বাঁধ ভাঙা ছিল। ফলে জল ঢুকে পড়েছে জমিতে। এই অবস্থায় ক্যানেলে জলে পাকা ধানের প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে।কৃষকরা ক্ষতিপূরণের দাবি তুলেছেন।