Home আজকের খবর  পঞ্চায়েত কার্যালয়ে ঢুকে উপপ্রধানকে গালিগালাজ, মারধরের অভিযোগ

 পঞ্চায়েত কার্যালয়ে ঢুকে উপপ্রধানকে গালিগালাজ, মারধরের অভিযোগ

পঞ্চায়েত কার্যালয়ে ঢুকে উপপ্রধানকে গালিগালাজ, মারধোর, টেবিলে থাকা কাগজপত্র ছুঁড়ে ফেলার অভিযোগ উঠলো এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বাঁকুড়ার কোতুলপুর ব্লক এলাকার মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা চেয়ে ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবীতে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন উপপ্রধান তুষারকান্তি মণ্ডল।

প্রসঙ্গত, তৃণমূল পরিচালিত মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের একটি সংসদের সদস্য শেখ জাকির আলি ওরফে লিটন। তার বিরুদ্ধেই উপ প্রধানকে হেনস্থা করার অভিযোগ ওঠায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে এলো বলেই অনেকে মনে করছেন।

অভিযোগকারী উপপ্রধান তুষার কান্তি মণ্ডল পঞ্চায়েত সদস্য শেখ জাকির আলি সহ আরো দু’জন তাকে হেনস্থা করেছে দাবি করে বলেন, পুলিশ-প্রশাসন সর্বস্তরে জানানো হয়েছে। নিরাপত্তার অভাববোধ করছেন জানিয়ে নিরাপত্তা দাবি করেন।

পঞ্চায়েতে উত্তেজনা ( বাঁকুড়া )

পঞ্চায়েতে উত্তেজনা ( বাঁকুড়া )

Gepostet von ACN Life News am Samstag, 26. September 2020

সদ্য প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি প্রবীর গরাই বলেন, শুধু মদনমোহনপুর নয়, মীর্জাপুর সহ অন্যান্য পঞ্চায়েতেও এই ঘটনা শুরু হয়েছে। ‘দলের ব্লক সভাপতি পরিবর্তনের পর এক শ্রেণীর নেতৃত্ব পঞ্চায়েত গুলি ও পঞ্চায়েত সমিতি হাতের পুতুলে পরিনত’করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

এবিষয়ে স্থানীয় বিধায়ক ও তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিষয়টি জানা নেই। তিনি খোঁজ নিচ্ছেন বলে জানান।

Most Popular

মালাইকা কি হতে চলেছে মা?

অভিনেত্রীর ঘনিষ্ঠদের কাছে থেকে পাওয়া খবর, মালাইকা অন্তঃসত্ত্বা। আগামী মাসেই লন্ডন পাড়ি দেবেন অর্জুন-মালাইকা। সেখান থেকেই এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নেবেন...

সমকামিতার ‘অপরাধে’ ৭ মাস কারাদণ্ডের নির্দেশ।

জাভা দ্বীপপুঞ্জের এক বাহিনীতে নিযুক্ত ছিলেন দু’জন। তাঁদের ‘অপরাধ’, তাঁরা দু’জনেই সমকামী। যৌনসম্পর্কে লিপ্তও হয়েছিলেন তাঁরা। সেই কারণে ৭ মাস কারাবাসের নির্দেশ দিল ইন্দোনেশিয়ার...

৮ বছরের বালককে গিলে খেল অতিকায় কুমির!

কুমিরের পেটে গেল ৮ বছরের জুলিয়ো ওতেরো ফার্নান্ডেজ। অসহায় হয়ে দাঁড়িয়ে দেখতে হল মা, বাবা, ভাইবোনেদের।ভাইবোনেদের সঙ্গে নদীর হাঁটুজলে নেমে মাছ ধরছিল জুলিয়ো। ভাইবোনেরা...

স্মার্ট মিটার’ বসতে চলেছে রাজ্যে

বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে অরূপ জানান, রাজ্যজুড়ে ৩৭ লক্ষ ‘স্মার্ট মিটার’ বসানোর পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বসানো...

Recent Comments