দূর্ণীতি, স্বজনপোষণের অভিযোগ , রাস্তাঘাট, পানীয় জল, ১০০ দিনের কাজের দাবীতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ঘিরে বিক্ষোভ দেখালো বিজেপি। বাঁকুড়া-১ ব্লকের আন্দারখোল গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ ( বাঁকুড়া )
পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Dienstag, 13. Oktober 2020
মঙ্গলবার এই পঞ্চায়েতের সামনে স্থানীয় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। তাদের ১০০ দিনের কাজ বন্ধ, বিধবা আর বার্ধক্যভাতা দেওয়ার ক্ষেত্রে স্বজনপোষণের নীতি নিয়েছে এই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত।
এমনকি এলাকার রাস্তাঘাট থেকে পানীয় জলের সমস্যার সমাধান আজও হয়নি। একই সঙ্গে বেছে বেছে বিজেপি কর্মী- সমর্থকদের বিভিন্ন সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও এদিন অভিযোগ ওঠে।