দেশী কার্বাইন একে 47 সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং এক দুষ্কৃতিকে গ্রেফতার করল পাণ্ডবেশ্বর থানার পুলিশ। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র গুলি নিয়ে দুর্গাপুরের ডেপুটি কমিশনারের অফিসে সাংবাদিক বৈঠক। ধৃত দুষ্কৃতীর নাম সুনীল ওরফে শোলে পাসওয়ান। পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার রাত্রিতে পাণ্ডবেশ্বরের তিন নম্বর কোলিয়ারী এলাকায় এই আগ্নেয়াস্ত্র গুলি কেনার জন্য এক দুষ্কৃতী আসে।
তখনই গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। উদ্ধার হয় দেশি কার্বাইন, দেশি পাইপগান, একে 47 সহ বেশ কিছু কার্তুজ। সঙ্গে গ্রেফতার হয় সুনীল পাশওয়ান, আরো এক দুষ্কৃতি মঞ্জিত রাম পলাতক। পুলিশ সূত্রে খবর পাণ্ডবেশ্বর এলাকার কুখ্যাত কয়লা মাফিয়া নূরে আলম এর দেহরক্ষী ছিলেন সুনীল ওরফে শোলে পাসওয়ান। এলাকায় কয়লা কারবারের রমরমার সময় সন্ত্রাস চালাতে এসব আগ্নেয়াস্ত্র গুলি ব্যবহার করা হতো। বালির কারবার চালাতে এই আগ্নেয়াস্ত্র গুলি ব্যবহার করত শোলে পাসওয়ান।
বৃহস্পতিবার রাত্রিতে গোপন সূত্রে খবর পেয়ে পাণ্ডবেশ্বর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হয় ওই দুষ্কৃতি উদ্ধার হয় এই আগ্নেয়াস্ত্র গুলি। এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তদন্ত চালাচ্ছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।