জয়নগরে রাস্তা দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ থেকে সংঘর্ষের জেরে মাথা ফেটে আহত ৫
তারকেশ্বরের জয়নগর গ্রামে আজ সকালে সাঁতরা পরিবারের রাস্তা দেওয়া কে কেন্দ্র করে শুরু হয় বিবাদের পরই শুরু হয় তুমুল সংঘর্ষ শিশির সাঁতার, অপর্ণা সাঁতার সহ আরো তিন জনকে লাঠি বাঁশ দিয়ে মারার অভিযোগ ওঠে ওই পরিবারের বেশ কয়েক জন সদস্যর বিরুদ্ধে।
রক্তাক্ত অবস্থায় পাঁচ জনকে ভর্তি করা হয় তারকেশ্বর গ্রামীন হাসপাতালে।তবে শিশির সাঁতার ও তার স্ত্রী অপর্ণা সাঁতারর অবস্থা আশঙ্কাজনক।
আহত দের পরিবারের পক্ষ থেকে তারকেশ্বর থানায় অভিযোগ জানানো হয়েছে।