খাবারে রুচি নেই পার্থ বাবুর ,খাবারে চাই তেলে ভাজা আরো কতকি ।SSC দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।তিনি এখুণ ই ডির হেপাজদে।50 ঘণ্টা তাকে জেরা করা হয়েছে । তবে রুচি নেই খাবারে তার ।আর তাই রবিবার দুপুরে পাঠার মাংস খাওয়ার জন্য ‘আবদার’ জুড়ে বসেনজেলের খাবার মোটে মুখে উঠছে না পার্থ চট্টোপাধ্যায়ের।
চিকিৎসকদের নির্দেশ মেনে নির্দিষ্টি ডায়েট চার্ট ফলো করা হচ্ছে তাঁর জন্য।পাঁঠার মাংস (Mutton) খাওয়ার আবেদন সাফক নাকচ করে দিয়েছে ইডি। বদলে জুটেছে ২ পিস মুরগির মাংসের পাতলা ঝোল।ইডি (ED) সূত্রে জানা গিয়েছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হচ্ছে সুগার ফ্রি দেওয়া লিকার চা এবং দু’টি ক্রিম ক্র্যাকার বিস্কুট।
এরপর প্রাতঃরাশে দেওয়া হচ্ছে ওটসের খিচুড়ি। এক ঘণ্টা পর দু’রকমের ফল। লাঞ্চে মিলেছে ভাত, ডাল, ২ পিস মুরগির মাংসের পাতলা ঝোল। দুপুরে খাবার পর মুস্বাম্বি লেবু। বিকেলে তেলেভাজা খেতে চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু, বদলে তাঁকে দেওয়া হয়েছে মুড়ি এবং দু’টি বিস্কুট। রাতে দেওয়া হচ্ছে দু’টো রুটি এবং সবজি।
বারবার করে ORS মিশ্রিত জল দেওয়া হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত ঘুম যাতে হয়, সেদিকেও নজর রাখছে ইডি। যদিও জেলের বিছানায় সেভাবে ঘুম আসছে না । ফলে কার্যত বিনিদ্র রজনী কাটাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় ।