গরীব দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালো এলাকার প্রাক্তন বিধায়ক আব্দুল রহিম বক্সী । মালদার রতুয়া ২ নম্বর ব্লকের মহারাজপুর অঞ্চলের বিভিন্ন দুস্থ পরিবারের বাড়িতে গিয়ে আর্থিক ,খাদ্য সামগ্রী ত্রিপল দিয়ে সাহায্য করলো প্রাক্তন বিধায়ক।
জানা গেছে মহারাজপুর অঞ্চলের গোলাপসিগঞ্জ গ্রামে বেশ কিছু পরিবার টানা বৃষ্টি ফলে দিনমজুরের কাজ হারিয়েছে ।
অনাহারে দিন কাটাচ্ছেন তারা এই খবর প্রাক্তন বিধায়ক আব্দুল রহিম বক্সী এর কাছে আসতে তিনি শুক্রবার এলাকায় ছুটে যান এবং সেই সমস্ত পরিবারকে প্রাথমিকভাবে সাহায্য করেন ।
পরে সরকারি সমস্ত সুবিধার অন্তর্ভুক্ত করার কথা জানান।