মহরম উৎসবকে শান্তিপূর্ণ সম্পন্ন করতে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের তরফে শান্তি বৈঠক অনুষ্ঠিত হলো। মালদার মানিকচক ব্লক প্রশাসন ও থানার পুলিশ কর্তাদের উপস্থিতির মধ্য দিয়ে ব্লক কমিউনিটি হল প্রাঙ্গনে আজ বৈঠক টি অনুষ্ঠিত হয়। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন মানিকচক থানার আইসি পার্থসারথি হালদার , থানার সেকেন্ড অফিসার কাজল কুমার দাস, সমাজসেবী ইমরান , বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পুলিশ ও ব্লক প্রশাসনের কর্তা ও মানিকচকের বিভিন্ন প্রান্তের মহরম কমিটির কর্মকর্তারা।
মহরম উৎসব শান্তিপূর্ণ সম্পন্ন করতে প্রশাসনিক যে সমস্ত নির্দেশিকা তা মহরম কমিটির কর্মকর্তাদের উদ্দেশ্যে তুলে ধরা হয়। বিশেষ করে ডিজে কোনভাবেই বাজানো যাবে না তা নির্দেশ দেওয়া হয় পুলিশের তরফে। পাশাপাশি মোটরবাইক নিয়ে বিভিন্ন রকম কর্মসূচি যাতে না হয় , সকল প্রান্তের শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বোঝায় থাকে সেই সমস্ত বার্তা তুলে ধরা হয় প্রশাসনের তরফে। কোনভাবেই প্রশাসনিক নিয়ম নীতি নির্দেশ অমান্য করলে আইনত পদক্ষেপ নেওয়ার বার্তা দেওয়া হয় পুলিশ প্রশাসনের তরফে।