Home উৎসবে মানুষের ঢল অন্নকূট উৎসবে।

মানুষের ঢল অন্নকূট উৎসবে।

বনেদি বাড়ির দুর্গা পুজোর রীতিনীতি ঐতিহ্য বহন করে চলেছে আজও তা মা কালীর মনকে ভীষণভাবে আকৃষ্ট করে। বনেদি বাড়ির পুজোতে বাড়ির সদস্যদের পাশাপাশি পার্শ্ববর্তী প্রতিবেশীরাও যে পুজোর আনন্দে মেতে উঠে, তা যুগ যুগান্তর ধরে চলে আসছে।শুক্রবার উলুবেরিয়া দু’নম্বর ব্লকের ঘরভাঙ্গা বাসুদেবপুর বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দুর্গা পুজোয় অনুষ্ঠিত হলো অন্নকূট উৎসব।

প্রসঙ্গত গত দু’বছর করোনা মহামারীর কারণে বন্ধ ছিল এই উৎসব। পরিস্থিতি এ বছর স্বাভাবিক হওয়ায় বাসুদেবপুর বালক বিন্দের পরিচালনায় এবং বাসুদেবপুর পূর্বপাড়া বন্দ্যোপাধ্যায় বাড়ির সহযোগিতায় অনুষ্ঠিত হয় দুর্গাপুজো, আর সেই দুর্গাপূজা উপলক্ষেই দ্বাদশীর দিন অন্নকূট উৎসবে ঘরভাঙ্গা রঘুদেবপুর গ্রাম সহ আশেপাশের গ্রামের কয়েক হাজারো মানুষ অংশগ্রহণ করেন।বাসুদেবপুর বন্দ্যোপাধ্যায় পরিবারের এই পুজো ২৫ তম বর্ষে পদার্পণ করেছে। সেই ২৫ তম বর্ষে, একাদশীর দিন মা দুর্গাকে নিরঞ্জন করা হলেও দ্বাদশীর দিন রীতি নীতি মেনে বাসুদেবপুর বালক বৃন্দের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো অন্নকূট উৎসব।

এ বছর দুর্গা মায়ের এই অন্নকূট উৎসবে পোলাও সঙ্গে আলুর দম, চাটনি পাঁপড় এবং বোঁদে খাওয়ানো হয়৷ এদিন সমস্ত গ্রামবাসী পুরুষ মহিলা ৮ থেকে ৮০ সকলের এই অন্নকূট উৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, গ্রামের মানুষের কাছে এই উৎসব এক অন্য মাত্রায়, গত দু’বছর করোনা আবহে থমকে পড়েছিল এ বছর যেমনি উদ্যোক্তাদের আয়োজন তেমনি সাধারণ গ্রামের মানুষের উৎসাহ উদ্দীপনা স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ার মতো।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments