অণ্ডাল, ১৬ জুলাই : ধর্মীয়স্থানে প্রতিনিয়ত ফেলা হচ্ছে আবর্জনা । বারংবার প্রতিবাদ জানিয়ে কোনও সুরাহা পায়নি স্থানীয়রা । অবশেষে গতকাল বিক্ষোভ জানায় তাঁরা । দক্ষিণাখণ্ড গ্রাম পঞ্চায়েতের মধুসূদনপুর কলিয়ারি এক নম্বর পিঠে ধর্মীয় স্থানের ঘটনা ।
স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ ব্লকের কিছু মানুষ ধর্মীয় স্থানে এসে প্রতিদিন আবর্জনা ফেলে যায় । স্থানীয়রা জানান, এখানে ছঠ পূজা ও হনুমান জির পূজা হয়। এর সাথে সাথে খিচড়ি প্রসাদও প্রায়শই ধর্মীয় স্থানে খাওয়ানো হয়। এইভাবে ধর্মীয়স্থানে আবর্জনা ফেলার কারনে সমস্যার মুখোমুখি হচ্ছে স্থানীয়রা ।
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান অন্ডালের বিডিও সুদীপ্ত বিশ্বাস । তিনি বলেন, “এখানে এসএলডাব্লুয়ের প্রকল্প, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলছে। এজন্য ইসিএল থেকেও অনুমতি নেওয়া হয়েছে। স্থানীয় লোকেরা এটি জানত না, তারা বুঝতে পেরেছিল যে এটি আবর্জনা ফেলে দিচ্ছে, স্থানীয় লোকদের বোঝানোর পরে, সকলেই একমত হয়েছিল, তার পরে যদি স্থানীয় মানুষ এই প্রকল্পটি পছন্দ করেন না, তবে এটি অন্য কোথাও সরানো হবে।”
অন্যদিকে, খবর সংগ্রহ করতে যাওয়া এক সংবাদ মাধ্যমের কর্মীর সঙ্গে দক্ষিণখন্ড গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান দুর্বব্যহার করে বলে জানা যায় ।