পিতা কে উদ্ধার করতে গিয়ে দেয়াল চাপা পড়ে মৃত্যু হলো দুই ছেলের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনা বাঁকুড়া জেলার জয়পুর থানার সুপুর গ্রামের । মৃত দুই পুত্রের নাম সন্তোষ বিশ্বাস বয়স 62 বছর ও বিকাশ বিশ্বাস বয়স 55 আহত বাবা অনিল চরণ বিশ্বাস বয়স 95
স্থানীয় সুত্র জানতে পারা যায় প্রতিদিনের মতোই এদিনও রাতের খাবার খেয়ে ভেঙেপড়া ঐ পুরনো বাড়িতে বাবা দুই পুত্র ও বড় পুত্রবধূ এবং তার ছেলে নিয়ে ঘুমাতে যায় , আচমকাই রাত্রি একটা নাগাদ বাড়ির দেয়ালের মাটি খসে পড়তে থাকে এরপর বড় ছেলে সন্তোষ বিশ্বাস তার স্ত্রী ও পুত্র কে বাইরে বার করে বাবাকে উদ্ধার করতে পুনরায় ঘরের ভেতর ঢোকে ঠিক তখনই দেয়াল চাপা পড়ে যায় বাবা ও দুই পুত্র আতঙ্কিত হয়ে দ্রুত ছুটে আসে গ্রামবাসীরা এরপর ঘটনার খবর দেয়া হয় জয়পুর থানায় উদ্ধার করতে আসে দমকল বাহিনীর একটি ইঞ্জিন ও জয়পুর থানার পুলিশবাহিনী রাতভর চলে উদ্ধার কার্য অবশেষে স্থানীয় বাসিন্দা , দমকল বাহিনী ও পুলিশ বাহিনীর যুদ্ধকালীন তৎপরতায় চার ঘণ্টা পর উদ্ধার করা হয় দুই পুত্রের মৃতদেহ ও আহত পিতা অনিল কুমার বিশ্বাসকে ।
দেওয়াল চাপা পড়ে মৃত্যু 2 ছেলের ( বাঁকুড়া )
দেওয়াল চাপা পড়ে মৃত্যু 2 ছেলের ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Donnerstag, 8. Oktober 2020
এরপর জয়পুর থানার পুলিশ আহত অনিল কুমার বাবুকে চিকিৎসার জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় , তারি সাথে সাথে মৃত দুই ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতাল পাঠানো হয় ।