পাঁচদিন পরেই বিয়ের পিঁড়িতে বহতে চলেছে পিতৃমাতৃহীন এক কন্যা। মালদহের চাঁচল ১ নং ব্লকের প্রত্যন্ত গ্রামের অভাবী ওই কন্যার পরিবারে উপার্জনকারী কেউ নেই। তার ছোট্ট দুই বোন রয়েছে।
শুক্রবার কন্যার বিয়েবাড়ির অনুষ্ঠানের জন্য বিবাহ সামগ্রী দিয়ে সাহায্য করলো চাঁচলের সমাজসেবক আতিকুর রহমান। গ্রামবাসীরাই অভিভাবক হয়ে বিয়ে দিচ্ছেন। তাই ওই সমাজসেবকও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।
https://www.facebook.com/230205334351193/videos/196757442034965
উল্লেখ্য, মা বাবা বলতে গ্রামবাসীরাই। ওই অভাবী মেয়েটির বিয়ের জন্য গ্রামবাসীরাও পূর্ণ সহযোগীতা করছেন।
আর পাঁচটা মেয়ের মতো তারও বিয়ে হবে আনুষ্ঠানিক ভাবে। গ্রামবাসীদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সকলেই। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের দেখানেই।