এসিএন লাইফ নিউজ, ৭ ডিসেম্বর : ভ্যাকসিনের তালিকায় নাম দেশের প্রধানমন্ত্রী থেকে বলিউডের বিখ্যাত অভিনেত্রীর । তালিকা প্রকাশ্যে আসতেই হুলস্থুলস ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধী, এমনকি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াও ! কে নেই সেই তালিকায় । আর এই তালিকা প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে গিয়েছে বিহারে ।
বিহারের আরওয়াল জেলার কার্পি স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা । বিষয়টি প্রকাশ্যে আসতেই গাফিলতির অভিযোগ উঠেছে । দু’জন কম্পিউটর অপারেটরকে সাসপেন্ড করা হয়েছে ।
জানা যায়, কার্পি স্বাস্থ্য কেন্দ্রে চলছে টিকাকরণ কর্মসূচি । যাঁরা টিকা নিয়েছেন তাঁদের নাং সরকারি পোর্টালে নথিভুক্ত করা হয়েছে । আর তরপরই সেই তালিকায় নাম এসেছে মোদি-শাহের ।
জেলাশাসক জে প্রিয়দর্শিনী জানান, এমন ঘটনা গুরুতর অপরাধ । ঘটনার তদন্ত করে দেখা হবে কার গাফিলতিতে এমন কাণ্ড ঘটেছে । এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে । আমরা কড়া নজরদারি চালাচ্ছি । ধু কার্পি নয়, সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে নজরদারি চালানো হবে ।
ছবি সৌজন্য : pixabay