এসিএন লাইফ নিউজ, ২৩ সেপ্টেম্বর : আগামী ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী ‘প্রধানমন্ত্রী ডিজিটাল হেল্থ মিশন’ চালু করার ঘোষণা করবেন নরেন্দ্র মোদি । এই প্রকল্পের অধীনে সকল দেশবাসীকে একটি ইউনিক ডিজিটাল স্বাস্থ্য আইডি প্রদান করা হবে । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, ডিজিটাল স্বাস্থ্য আইডিতে ব্যক্তির সমস্ত স্বাস্থ্য রেকর্ড থাকবে ।
‘প্রধানমন্ত্রী ডিজিটাল হেল্থ মিশন’ প্রকল্পের মূল উদ্দেশ্য হল প্রযুক্তির মাধ্যমে দেশের স্বাস্থ্য পরিষেবার দক্ষতা, কার্যকারিতা এবং স্বচ্ছতা উন্নত করা । দেশের প্রতিটা জায়গা থেকে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত তথ্যগুলিকে একত্রিত করে এই প্রকল্পকে রূপায়িত করা হবে ।
‘প্রধানমন্ত্রী ডিজিটাল হেল্থ মিশন’ প্রকল্পের মাধ্যমে জাতীয় ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করা হবে । স্বাস্থ্য পরিচয়পত্র, ডাক্তার এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির জন্য বিশেষ সনাক্তকরণ চিহ্ন, ব্যক্তিগত স্বাস্থ্য রেকর্ড এবং টেলিমেডিসিন এবং ই-ফার্মেসি সহ অন্যান্য জিনিস থাকবে । স্বাস্থ্য আইডি কার্ড প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা হবে । প্রতিটি কার্ডে ইউনিক আইডি থাকবে, যা সংশ্লিষ্ট ব্যক্তির আধার এবং মোবাইল নম্বরের বিবরণ দিয়ে তৈরি করা হবে ।
এই প্রকল্পের আওতায় একটি জাতীয় ডিজিটাল স্বাস্থ্য ইকোসিস্টেম তৈরি করা হবে । তাতে সম্পূর্ণ ডেটা, তথ্য ও পরিকাঠামো পরিষেবার মান দেওয়া থাকবে । যা স্বাস্থ্য-সম্পর্কিত ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, গোপনীয়তা এবং সুরক্ষা নিশ্চিত করবে ।
‘প্রধানমন্ত্রী ডিজিটাল হেল্থ মিশন’ প্রকল্পের মাধ্যমে রোগীরা তাঁদের স্বাস্থ্যের রেকর্ড ডিজিটালি সেভ করে রাখতে পারবেন । একইসঙ্গে, তাঁদের পছন্দের ডাক্তার এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির সঙ্গে তা ভাগ করে নিতে পারবেন ।