এসিএন লাইফ নিউজ, ১৭ সেপ্টেম্বর : আজ প্রধানমন্ত্রীর ৭১ তম জন্মদিন । ১৯৫০ সালে জন্ম হয় প্রধানমন্ত্রীর । একইসঙ্গে আগামী ৭ অক্টোবর প্রশাসক জীবনের ২০ বছর পূর্ণ করতে চলেছেন নরেন্দ্র মোদি ।
জন্মদিনে তাঁকে ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধি, জগৎ প্রকাশ নাড্ডা, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং আরও অনেকে ৷
তাঁর শুভ জন্মদিন ও সাংবিধানিক পদে নীরবিচ্ছিন্ন ২০ বছর সম্পূর্ণ উপলক্ষে আজ থেকে আগামী ২০ দিনব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি । আজ থেকে শুরু হচ্ছে বিজেপির “সেবা ও সমর্পণ অভিযান”।
দলের তরফে আগেই জানানো হয়, ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে প্রধানমন্ত্রীর জন্মোৎসব ও “জনসেবার দুই দশক” পালন করা হবে । এই উপলক্ষে দলের তরফে আজ থেকে বড় আকারে স্বচ্ছতা অভিযান ও ব্লাড ডোনেশন ক্যাম্প করা হচ্ছে । এই উপলক্ষে দলের যুব সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে ।
দলের তরফে বিবৃতিতে আরও জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর জীবন ও তাঁর সাফল্যের কথা নিয়ে আয়োজিত ইভেন্টে যোগ দিতে বুদ্ধিজীবী এবং বিখ্যাত ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে । বিভিন্ন ভাষায় বিখ্যাত ব্যক্তিত্বদের মতামত ও প্রতিবেদন প্রকাশ করা হওয়ার কথা ।