আজ বর্ধমান শহরের ২নম্বর শাঁখারী পুকুর বিবেকানন্দ সেবক সংঘের পরিচালনায় দুর্গাউৎসবের খুঁটি পুজো এবং একিই সাথে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। প্রতি বছরের ন্যায় এবছরও খুঁটিপুজোর সাথে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। এদিন ১০০জন রক্তদাতা রক্তদান করেন ।
এই রক্ত তুলে দেওয়া হয় শিবশঙ্কর সেবা সমেতির ব্লাড ব্যাঙ্কের হাতে । বৃষ্টি মুখর দিনে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই খুঁটি পূজো এবং রক্তদান শিবির হলো । এই পূজো এবছর ১৮ তম বর্ষে পদার্পণ করল। পুজোর থিম রাখা হয়েছে জীবন তরী। এই থিমের মাধ্যমে আগের শৈশব কে ফিরিয়ে দেওয়া হবে।
বর্তমানে আধুনিকতার শৈশব হয়ে উঠেছে যান্ত্রিক এবং কৃত্রিম। কৃত্তিমতার বাইরে গিয়ে এই থিম এর মাধ্যমে পুরনো শৈশব কে ফিরিয়ে আনার চেষ্টায় হচ্ছে বলে জানান বিবেকানন্দ সেবক সংঘের সম্পাদক প্রসেনজিৎ পাল। থিম শিল্পী হিসেবে কাজ করেছেন বর্ধমান রথতলার বাসিন্দা দীপঙ্কর দাস।
এই দিন এই খুঁটি পুজো ও রক্তদান শিবির কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছারাও উপস্থিত ছিলেন ১৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিমাই মজুমদার, সমাজসেবি মনিষ সিং সহ ক্লাবের অনান্য কর্মীসমর্থকেরা