বাঁকুড়া জেলা কোতুলপুর, ছাতনা ও বাঁকুড়া সদর থানায় একাধিক গরু চুরির ঘটনা ঘটে। সম্প্রতি একাধিক গরু চুরির ঘটনা বেশ ভাবিয়ে তুলে পুলিশ। গরু চুরির কিনারা করতে আসরে নামে পুলিশ। তদন্ত কমিটি গঠন করে চলে পুলিশের অভিযান। জেলা র পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের নেতৃত্ব এই স্পেশ্যাল তদন্ত টিম বিভিন্ন তথ্য সংগ্রহ করে ঝাঁপিয়ে পড়ে বড়সড় এই ক্রাইমের কিনারা করতে।
পুলিশ জানতে পারে একটি গ্যাং বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও হুগলী জেলাতেও গরু চুরির কান্ড ঘটিয়ে চলেছিল। পুলিশ জানতে পারে এই গ্যাং দক্ষিন ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার। এবার তদন্তকারী দল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ওই গ্যাংকে পাকড়াও করতে ততপর হয়। মঙ্গলবার রাতে পশ্চিমমেদিনীপুরের ডেবরা থানার দাসপুর এলাকায় পুলিশের জালে ধরা পড়ে ৬ দুষ্কৃতী।
পুলিশ জানিয়েছে এই ৬ দুষ্কৃতী দক্ষিন ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার। এরা রাত্রে বেলায় বাঁকুড়া সহ ৪ জেলায় গরু চুরির কান্ড করত। গরু চুরি করে সেগুলি দক্ষিন ২৪ পরগনায় বিভিন্ন এলাকায় বিক্রি করত। পুলিশ জানিয়েছে এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয়। আন্তজেলা গরু চুরির সাথে এদের যোগ রয়েছে। এই গ্যাংকের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের বুধবার বাঁকুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে।